আসসালামু আলাইকুম
 কেমন আছেন আপনারা। আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

 তো আবারো আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। আজকের বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। 

 চলেন শুরু করি, দেখাতে চলেছি কিভাবে আপনার ফেসবুকের অপ্রয়োজনীয় ফ্রেন্ডদের multiple select করে আনফ্রেন্ড করবেন। এজন্য কোনো প্রকার third party অ্যাপ এর দরকার হবে না। ফেসবুক থেকেই করতে পারবেন। আপনি চাইলে গত ৯০ দিনে যাদের সাথে আপনি connected না তাদের বাছাই করে আনফ্রেন্ড করে দিতে পারবেন। এজন্য আপনার ফ্রেন্ড লিস্ট থেকে খুজে খুজে বের করতে হবে না। 

 প্রথমে আপনি আপনার ফোনে ফেসবুকের অফিশিয়াল অ্যাপটি ইন্সটল করে নিবেন। বলে রাখা ভালো, আপনি ফেসবুক লাইট অ্যাপ এর মাধ্যমে এটা করতে পারবেন না। 
ইন্সটল করা থাকলে অ্যাপ এ আপনার সেই আইডিটা লগিন করুন যে আইডির ফ্রেন্ডদের আপনি আবর্জনা হিসেবে আপনার ফ্রেন্ডলিস্ট এ রাখতে চান না। তো যাদের লগিন করা আছে প্রথমে আপনার প্রোফাইলে যান।
এবার আপনার প্রোফাইনে যাওয়ার পর নিচের দিকে একটি scroll করুন,  দেখতে পারবেন see all friends লেখা আছে সেখানে যান।

সেখানে যাওয়ার পর দেখেন ডাম পাশে manage লেখা আছে সেখানে ক্লিক করুন।

মেনেজ এ যাওয়া পর নিচে দেখানো পেইজের  মত একটা পেইজ আসবে। সেখানে আপনি আপনার ফ্রেন্ডদের লিস্ট পাবেন। 
আর গত ৯০ দিন ধরে যাদের সাথে আপনি কানেক্টেড না তাদের বাছাই করতে নিচে দেখানো প্রথম Category তে যান।

তারপর সেখান থেকে select multiple করে সব একবারে আনফ্রেন্ড করতে পারবেন। আর আপনি চাইলে একটা একটা করেও আনফ্রেন্ড করতে পারবেন।

পোস্টটি দেখে যদি মনে করেন নতুন কিছু জানতে পারলেন কমেন্ট করে জানাবেন। তাহলে নতুন কিছু নিয়ে আসার আগ্রহ বেড়ে যাবে।

ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। 
আল্লাহ হাফেজ 

Leave a Comment

Youtube Channel Image
Tech Box 420 Subscribe Tech Box 420
Subscribe